বাংলা অ্যাফেয়ার্সে সংবাদ প্রকাশের পর বিএনপি নেতাকে বহিষ্কার

- সময় ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / 59
জামালপুরের মেলান্দহ মাদারদহ নদী থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে এক বিএনপির নেতার সংশ্লিষ্টতা নিয়ে বাংলা অ্যাফেয়ার্সে সংবাদ প্রকাশের পর তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
সোমবার ( ৩০ ডিসেম্বর) উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার মাদারদহ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপনি নিজেও তা স্বীকার করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
জানা যায়, উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা বাজার এলাকায় ব্রীজের পাশ থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল। এতে হুমকির মুখে পড়ে মাদারদহ নদীর তীরবর্তী ঘরবাড়ি, ফসলী জমিসহ ব্রীজ। এ ঘটনায় কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মিন্টু নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে বলেন, জমির মালিকরা বালু বিক্রি করছে, আমরা কিনে সড়িয়ে দিচ্ছি। এতদিন আওয়ামী লীগ কাটছে, অনেকদিন পর এবার আমরা একটু গেছি।’
এ নিয়ে বাংলা অ্যাফেয়ার্সসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited