বাংলাদেশ সীমান্তে বিএসএফ’র অপস্ অ্যালার্ট জারি
- সময় ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
- / 36
প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি, অপস্ অ্যালার্ট জারি বিএসএফের সীমান্তের দায়িত্বে থাকা সবক’টি বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।
২৩ জানুয়ারি থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ, উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে।
এ ছাড়াও, সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ (অপারেশনস অ্যালার্ট বা অপস অ্যালার্ট সাধারণত বিএসএফের মতো বাহিনী জারি করে প্রধানত আগাম সতর্কতা হিসাবে।
স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি হয় এই ধরনের সতর্কতা) জারি থাকবে।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ। তাতে দাবি করা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের দায়িত্বে থাকা সবক’টি বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।
২৩ জানুয়ারি থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই কয়েক দিন সীমান্ত বারবার মহড়া চালাবেন জওয়ানেরা।
প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে। সীমান্তরক্ষা বাহিনীর আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে বা পরে সীমান্তের পরিস্থিতি খারাপ করার জন্য ও পার থেকে উস্কানি আসতে পারে।
বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভাল করে বোঝাতে হবে।
বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশ্যাল ডিজি রবি গান্ধী একাধিক বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেছেন।
গত কয়েক দিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি করল বিএসএফ।