বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
- সময় ১১:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / 75
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক), ৩২ জনকে সম্পাদক, ১৭ জনকে সহসম্পাদক এবং ৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে একজনকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা ও নির্মাতা রবিউল ইসলাম শুভ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি আগামী দিনের ছাত্র অধিকার রক্ষায় আরও গতিশীল ভূমিকা রাখবে এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করবে।
কমিটি ঘোষণার পর থেকেই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
শেয়ার করুন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক), ৩২ জনকে সম্পাদক, ১৭ জনকে সহসম্পাদক এবং ৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে একজনকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা ও নির্মাতা রবিউল ইসলাম শুভ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি আগামী দিনের ছাত্র অধিকার রক্ষায় আরও গতিশীল ভূমিকা রাখবে এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করবে।
কমিটি ঘোষণার পর থেকেই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।