বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প-মোদির আলোচনা: বিক্রম মিশ্রি | Bangla Affairs
১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প-মোদির আলোচনা: বিক্রম মিশ্রি

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১২:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 52

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি, যা ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রকাশ করেছে।

বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর মতামত ও উদ্বেগ ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশের পরিস্থিতি এমনভাবে এগোবে, যাতে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সম্পর্ককে গঠনমূলক ও স্থিতিশীলভাবে এগিয়ে নিতে পারে। প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগসহ শেখ হাসিনার নির্বাসনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। তবে উভয় দেশই সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প-মোদির আলোচনা: বিক্রম মিশ্রি

সময় ১২:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি, যা ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রকাশ করেছে।

বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর মতামত ও উদ্বেগ ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশের পরিস্থিতি এমনভাবে এগোবে, যাতে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সম্পর্ককে গঠনমূলক ও স্থিতিশীলভাবে এগিয়ে নিতে পারে। প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগসহ শেখ হাসিনার নির্বাসনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। তবে উভয় দেশই সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।