বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক কারাগারে

- সময় ১০:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / 100
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কঠোর হুঁশিয়ারি করলেও এবার মোংলায় ১৬ ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোষ্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে নিয়মিত টহল জাহাজের নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলার সহ আটক করে। আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শীত মৌসুম এলেই বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। আর তাদের রুখতে সর্বক্ষনিক টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
বুধবার ২০ নভেম্বার রাতে সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ কয়েকটি ভারতীয় ট্রলার দেখতে পেয়ে আটকের জন্য ধাওয়া করে। এসময় ১৬ ভারতীয় জেলে সহ “এফ বি ঝড়” নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। রাতেই আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড সদর দপ্তরে আনা হয়। আটককৃত ট্রলারে থাকা ৪শ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ১ লাখ ২৪ হাজার ৮শ ৭৫ টাকা বিক্র করে কোস্টগার্ড। পরবর্তীতে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের হাতে তিনটি ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited