১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশের আড়ায় ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৫:১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 50

বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায়

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিজ বাড়ি থেকে বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় রকিবুল ইসলাম (২৪) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রকিবুল ইসলাম ওই গ্রামের সামসুল ইসলামের ছেলে এবং ঝিনাইদহ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রকিবুল ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন, তবে তার ছুটি চলতি মাসের ৭ তারিখ শেষ হলেও তিনি কর্মস্থলে ফেরেননি। বুধবার সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই ঘরের বাইরে যান, পরে নিজের কক্ষে ফিরে দরজা বন্ধ করে দেন। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় রকিবুলের নিথর দেহ ঝুলছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রকিবুল বিবাহিত ছিলেন, তবে ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। তার মা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, রকিবুলের বাবা ঋণগ্রস্ত ছিলেন, এবং পাওনাদারদের চাপের কারণে তিনি বেশ কয়েক দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

শেয়ার করুন

বাঁশের আড়ায় ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

সময় ০৫:১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিজ বাড়ি থেকে বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় রকিবুল ইসলাম (২৪) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রকিবুল ইসলাম ওই গ্রামের সামসুল ইসলামের ছেলে এবং ঝিনাইদহ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রকিবুল ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন, তবে তার ছুটি চলতি মাসের ৭ তারিখ শেষ হলেও তিনি কর্মস্থলে ফেরেননি। বুধবার সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই ঘরের বাইরে যান, পরে নিজের কক্ষে ফিরে দরজা বন্ধ করে দেন। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় রকিবুলের নিথর দেহ ঝুলছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রকিবুল বিবাহিত ছিলেন, তবে ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। তার মা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, রকিবুলের বাবা ঋণগ্রস্ত ছিলেন, এবং পাওনাদারদের চাপের কারণে তিনি বেশ কয়েক দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে