০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বলাৎকারের অভিযোগে শিক্ষকের মুখে আলকাতরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 34

আনোয়ার শেখের মুখে আলকাতরা

ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মেখে এবং মাথার চুল কেটে দিয়েছেন স্থানীয়রা।

উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানায়, গত সোমবার রাতে মালিগ্রামে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে রুমে ডেকে নিয়ে বলাৎকারের করেন শিক্ষক আনোয়ার শেখ। পরে ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে মুখে আলকাতরা মাখে এবং মাথার চুল কেটে দেয়।

মালিগ্রামের ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ছাত্র ও শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

বলাৎকারের অভিযোগে শিক্ষকের মুখে আলকাতরা

সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মেখে এবং মাথার চুল কেটে দিয়েছেন স্থানীয়রা।

উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানায়, গত সোমবার রাতে মালিগ্রামে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে রুমে ডেকে নিয়ে বলাৎকারের করেন শিক্ষক আনোয়ার শেখ। পরে ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে মুখে আলকাতরা মাখে এবং মাথার চুল কেটে দেয়।

মালিগ্রামের ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ছাত্র ও শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।