বর্ণিল সাজে পর্তুগালের লিসবন | Bangla Affairs
০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণিল সাজে পর্তুগালের লিসবন

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সময় ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 101

পর্তুগালের লিসবন

ইউরোপের দেশ পর্তুগাল যেন রঙিন উৎসবের এক মহামঞ্চে পরিণত হয়েছে। বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে রাজধানী লিসবনসহ দেশের প্রতিটি শহর সেজেছে বর্ণিল সাজে।

রাজধানীর প্রাসাদা কম্রারশিয়ালের কাউন্টি টার্নাউনে স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ টায় আলোকসজ্জার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিসমাস উদযাপনের আনুষ্ঠানিকতা। লিসবনের প্রধান সড়ক থেকে শুরু করে গলির পথগুলো পর্যন্ত ঝলমলে আলোকসজ্জায় মোড়ানো হয়েছে। প্রতিটি ঘরবাড়ি ও বিপণীকেন্দ্রেও রয়েছে উৎসবের ছোঁয়া।

বড়দিনকে ঘিরে বিপণীবিতানগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। পোশাক থেকে শুরু করে আসবাবপত্র সবই আছে কেনা-কাটার তালিকায়। পর্তুগীজদের সাথে প্রবাসী বাংলাদেশীরাও কেনাকাটায় ব্যস্ত। বিপণীগুলাও পিছিয়ে নেই এর উৎসবে, সেখানে ক্রেতাদের আকর্ষণের জন্য চলছে বিশেষ মূল্য ছাড়ের প্রতিযোগিতা।

পর্তুগালের লিসবন
                                                                                                                                                        পর্তুগালের লিসবন

পর্তুগালের ব্যবসায়ী নেতা মাসুম আহমেদ বলেন, “এবার আলোকসজ্জা আগের বছরের তুলনায় অনেক বেশি। তাছাড়া পর্তুগালের অনন্য আবহাওয়ার কারণে বড়দিন ও নতুন বছর উদযাপন করতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসছেন। এতে আমাদের ব্যবসাও বেশ ভালো হবে।”

এই সময়ে রেস্টুরেন্ট, ক্যাফে ও হোটেলগুলোতেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও এক্সবক্স ওয়ানের মতো গ্যাজেট কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

পর্তুগালের এই উৎসবের উচ্ছ্বাসে বাংলাদেশীরা যেমন আনন্দে মেতে উঠেছেন, তেমনি পুরো দেশ একটানা রঙিন আলোর সমুদ্রে ভাসছে।

শেয়ার করুন

বর্ণিল সাজে পর্তুগালের লিসবন

সময় ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ইউরোপের দেশ পর্তুগাল যেন রঙিন উৎসবের এক মহামঞ্চে পরিণত হয়েছে। বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে রাজধানী লিসবনসহ দেশের প্রতিটি শহর সেজেছে বর্ণিল সাজে।

রাজধানীর প্রাসাদা কম্রারশিয়ালের কাউন্টি টার্নাউনে স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ টায় আলোকসজ্জার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিসমাস উদযাপনের আনুষ্ঠানিকতা। লিসবনের প্রধান সড়ক থেকে শুরু করে গলির পথগুলো পর্যন্ত ঝলমলে আলোকসজ্জায় মোড়ানো হয়েছে। প্রতিটি ঘরবাড়ি ও বিপণীকেন্দ্রেও রয়েছে উৎসবের ছোঁয়া।

বড়দিনকে ঘিরে বিপণীবিতানগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। পোশাক থেকে শুরু করে আসবাবপত্র সবই আছে কেনা-কাটার তালিকায়। পর্তুগীজদের সাথে প্রবাসী বাংলাদেশীরাও কেনাকাটায় ব্যস্ত। বিপণীগুলাও পিছিয়ে নেই এর উৎসবে, সেখানে ক্রেতাদের আকর্ষণের জন্য চলছে বিশেষ মূল্য ছাড়ের প্রতিযোগিতা।

পর্তুগালের লিসবন
                                                                                                                                                        পর্তুগালের লিসবন

পর্তুগালের ব্যবসায়ী নেতা মাসুম আহমেদ বলেন, “এবার আলোকসজ্জা আগের বছরের তুলনায় অনেক বেশি। তাছাড়া পর্তুগালের অনন্য আবহাওয়ার কারণে বড়দিন ও নতুন বছর উদযাপন করতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসছেন। এতে আমাদের ব্যবসাও বেশ ভালো হবে।”

এই সময়ে রেস্টুরেন্ট, ক্যাফে ও হোটেলগুলোতেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও এক্সবক্স ওয়ানের মতো গ্যাজেট কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

পর্তুগালের এই উৎসবের উচ্ছ্বাসে বাংলাদেশীরা যেমন আনন্দে মেতে উঠেছেন, তেমনি পুরো দেশ একটানা রঙিন আলোর সমুদ্রে ভাসছে।