ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সময় ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 90

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ

নানা পট পরিবর্তনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ ডিসেম্বর) ববি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১১ আগস্টে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নথি (স্বারক নাম্বার: বিইউ/রেজি/প্রশাসন/ বিধি ও নীতিমালা/ভলি-৩/৫০১/২০২৩/৩৬১৬) অনুযায়ী আজ রোববার ভারপ্রাপ্ত প্রক্টর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নির্দেশ দেন। সেখানে সুস্পষ্ট ও কঠোরভাবে নির্দেশ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের কোনো ধরণের রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল বা যেকোনো ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন ড. শুচিতা শরমিন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো পেয়েছে একজন উপ উপাচার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে উপাচার্য ড. শুচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন সৃষ্টি হয়েছিল। যদিও সেটি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।

কিন্তু পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজ্রিস্টার দপ্তরের একজন কর্মকর্তা। প্রক্টর অফিসও তৎপর রয়েছে, পুরো বিশ্ববিদ্যালয় বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়।

 

শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ

সময় ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

নানা পট পরিবর্তনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ ডিসেম্বর) ববি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১১ আগস্টে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নথি (স্বারক নাম্বার: বিইউ/রেজি/প্রশাসন/ বিধি ও নীতিমালা/ভলি-৩/৫০১/২০২৩/৩৬১৬) অনুযায়ী আজ রোববার ভারপ্রাপ্ত প্রক্টর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নির্দেশ দেন। সেখানে সুস্পষ্ট ও কঠোরভাবে নির্দেশ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের কোনো ধরণের রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল বা যেকোনো ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন ড. শুচিতা শরমিন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো পেয়েছে একজন উপ উপাচার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে উপাচার্য ড. শুচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন সৃষ্টি হয়েছিল। যদিও সেটি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।

কিন্তু পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজ্রিস্টার দপ্তরের একজন কর্মকর্তা। প্রক্টর অফিসও তৎপর রয়েছে, পুরো বিশ্ববিদ্যালয় বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়।