০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
  • সময় ১২:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 29

বরগুনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমতলী পৌর শহরের বটতলা এলাকার ওই মাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, ঘটনার পরপরই নৌ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মজার কর্তৃপক্ষ।

শেয়ার করুন

বরগুনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সময় ১২:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমতলী পৌর শহরের বটতলা এলাকার ওই মাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, ঘটনার পরপরই নৌ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মজার কর্তৃপক্ষ।