বন্দুকযুদ্ধে কুকি চিনের ৩ সদস্য নিহত
- সময় ০৩:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / 32
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রবিবার রুমার গহীন জঙ্গলে এই বন্দুকযুদ্ধ হয় জানিয়ে আইএসপিআর বলছে, সেখানে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযানে যায় সেনাবাহিনী।
আইএসপিআর আরও জানিয়েছে, কেএনএফে’র আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল রুমা উপজেলায় সেনা অভিযানে কেএনএ’র দুই সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএসপিআর।
তার আগে গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য কেএনএফই দায়ী বলে শুরু থেকেই বলে আসছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা।