০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নতুন নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 56

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করার প্রস্তাব অনুমোদন

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ (বিএস-১) -এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার প্রস্তাব অনুমোদন করেছেন। সেই অনুযায়ী, পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয় ২,৯০২ কোটি টাকা।

নাম পরিবর্তনের পর বাংলাদেশ স্যাটেলাইট-১ আগের মতোই টেলিযোগাযোগ, সম্প্রচার ও দুর্যোগ ব্যবস্থাপনা কাজে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

শেয়ার করুন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নতুন নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ (বিএস-১) -এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার প্রস্তাব অনুমোদন করেছেন। সেই অনুযায়ী, পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয় ২,৯০২ কোটি টাকা।

নাম পরিবর্তনের পর বাংলাদেশ স্যাটেলাইট-১ আগের মতোই টেলিযোগাযোগ, সম্প্রচার ও দুর্যোগ ব্যবস্থাপনা কাজে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।