ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলা পরিদর্শনে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সময় ১১:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

বইমেলা পরিদর্শনে জামায়াতের আমির

অমর একুশে বইমেলায় দলীয় নেতাদের সঙ্গে বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে তিনি মেলা ঘুরে দেখেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “বায়ান্নর রক্তঝরা একুশে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “আমি বইমেলায় এসেছি বইপ্রেমীদের উচ্ছ্বাস দেখতে। আলহামদুলিল্লাহ, প্রতিটি স্টলে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। শিশুরা পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে মেলায় এসেছে, যদিও আজ তাদের জন্য নির্দিষ্ট দিন নয়।”

বইমেলার আবহ তুলে ধরে তিনি বলেন, “ফেব্রুয়ারির শুরু থেকে মাসব্যাপী এই আয়োজন আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়। যে জাতি নিজের ইতিহাস লালন করে, তারা সামনে এগিয়ে যেতে সক্ষম হয়।”

পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি বইমেলা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ।

শেয়ার করুন

বইমেলা পরিদর্শনে জামায়াতের আমির

সময় ১১:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় দলীয় নেতাদের সঙ্গে বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে তিনি মেলা ঘুরে দেখেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “বায়ান্নর রক্তঝরা একুশে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “আমি বইমেলায় এসেছি বইপ্রেমীদের উচ্ছ্বাস দেখতে। আলহামদুলিল্লাহ, প্রতিটি স্টলে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। শিশুরা পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে মেলায় এসেছে, যদিও আজ তাদের জন্য নির্দিষ্ট দিন নয়।”

বইমেলার আবহ তুলে ধরে তিনি বলেন, “ফেব্রুয়ারির শুরু থেকে মাসব্যাপী এই আয়োজন আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়। যে জাতি নিজের ইতিহাস লালন করে, তারা সামনে এগিয়ে যেতে সক্ষম হয়।”

পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি বইমেলা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ।