ফের মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

- সময় ০৮:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 7
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে ফের স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বেলা ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪নং পিলারের জিরো লাইনে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ সালাম চাকঢালা সদর ইউনয়নে চেরারমাঠ এলাকার আফজাল ছেলে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ সালাম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তে বাংলাদেশে পণ্য পাচার কাজে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার দুপুরে চোরাইপণ্য নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪নং পিলারের জিরো লাইনে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। আহত ব্যক্তি সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগেও গত ২১ মার্চ দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এক বাংলাদেশিসহ দুজন ও ২৬ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯নং পিলারের জিরো লাইনে মোহাম্মদ শহিদুল্লাহ বাবু নামে আরেকজন আহত হন।