ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচ শ্রমিক নিহত

- সময় ০৯:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 48
ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নির্মাণশ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে নির্মাণশ্রমিকরা ফেনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে, আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান জানান,
“আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।