ফুলের পতাকায় প্রেমের লাথি!
- সময় ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 70
কবীর সুমন, বাংলাভাষাবাসীদের কাছে পরিচিত এক নাম। পশ্চিমবঙ্গের গুণী মানুষদের মধ্যে তিনি অন্যতম। গায়ক কবীর সুমনের আরো একটি বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের স্বামী। দুই বাংলার এই দুই গুণী মানুষের মধ্যে কবীর সুমন যার পূর্ববর্তী নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে কবীর সুমন লিখেছেন এক অনবদ্য কবিতা। বিশেষ করে ভারত ও ইসরায়েলের পতাকাকে অবমাননার প্রতিবাদ করার বিষয়টিও উঠে এসেছে। শত্রুতা ভুলে প্রেমের গান গাওয়ারও আহ্বান জানিয়েছেন কবীর। ১ ডিসেম্বর ভোরে তিনি এই কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন। বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য তার কবিতাটি হুবুহু তুলে ধরা হলো।
কোন্ পতাকায় লাথি মারে কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল
পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ
কারা করে কার অপমান প্রিয়া
কতগুলো উজবুক
আদরে আদরে এঁকে দেবো চলো
সবার দেশের মুখ
ভুলে যাই কেন একজন ক্রুশে
ঝুলেছেন একা একা
সকলের হয়ে, চলো প্রিয়তমা
যদি পাই তাঁর দেখা
তিনি বলবেন এসো হাত ধরো
শত্রুতা ভুলে যাও
পতাকার চেয়ে ভালবাসা বড়
প্রেমের গানটা গাও।
—————–
কবীর সুমন
১, ১২, ২৪ ভোর
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited