০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মগেটের ককটেল বোমা নিষ্ক্রিয় করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৫:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

তিনটি ককটেল

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে এগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে লেগুনাস্ট্যান্ডের ফুটপাথ থেকে একটি কালো ব্যাগের ভেতর তিনটি ককটেল উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার করে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার খোলা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে খবর পাওয়ার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় এক কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো অক্ষতভাবে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

শেয়ার করুন

ফার্মগেটের ককটেল বোমা নিষ্ক্রিয় করা হয়েছে

সময় ০৫:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে এগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে লেগুনাস্ট্যান্ডের ফুটপাথ থেকে একটি কালো ব্যাগের ভেতর তিনটি ককটেল উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার করে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার খোলা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে খবর পাওয়ার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় এক কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো অক্ষতভাবে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।