‘প্রিয় সারজিস, ফারুকীর ৪২০ নাটক দেখতো পারো’

- সময় ০৫:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 13
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে মোস্তফা সারোয়ার ফারুকীর ৪২০ নাটক দেখার পরমর্শ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আসিফ তালুকদার।
নেদ্যারল্যান্ডসে অবস্থানরত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক এবং ডাকসু’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার তার ভেরিফাইড ফেসবুকে সারজিস আলমকে খোলা চিঠি দিয়েছেন। তার চিঠিটি হুবুহু তুলে ধরা হলো।

‘প্রিয় সারজিস,
কোন একদিন ইনবক্সে বলেছিলে আমার থেকে নাকি তোমার অনেক কিছু শেখার আছে। সেটার রিপ্লাই দেই নাই আমি। কারণ প্রথম থেকেই তোমাকে আমার কেমন যেন সুযোগসন্ধানী মনেহতো। এই মাত্র কয়েকদিন আগে নিজের পরিবারের জমিদারি মারফতে শত শত গাড়ি বহর নিয়ে এলাকার হাঁট, ঘাট, মাঠ, বনে-বাদাড়ে এমনকি আলু খেতে সাদা ফকফকা পাঞ্জাবি পাজামা আর লোফার পরিধান করে মানুষের কাছে যাওয়ার তুমি যে আপ্রাণ অভিনয় করেছো সেই অভিনয় ভালো হয়নি। তবে তোমার থেকে শেখার আছে কিভাবে ফকফকা পাঞ্জাবি পাজামা আর লোফার পরিধান করে আলু খেতে গিয়ে ছবি নাইস এন্ড অ্যাটার্কটিভ পোজ দিয়ে ছবি তোলা যায়। আজ তুমি কয়েকশো গাড়ি নিয়ে গিয়েছো, পরেরবার তোমার পূর্বপুরুষের জমিদারি ব্যবহার করে শতশত প্রাইভেট জেট আর হেলিকপ্টার নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তখন আবার বইলো না হেলিকপ্টরে সিট খালি ছিলো বলে গিয়েছো। কারণ আমি বিশ্বাস করি তোমার পারিবারিক জমিদারির মারফতে একটা হেলিকপ্টার তুমি কিনতেই পারো। যদিও তোমাকে আমি সেভাবে কোনদিন চিনতামই না তবুও আমি বিশ্বাস করি যারা ক্যাম্পাসে তোমাকে চেনে তারা ঠিকই জানে কী পরিমাণ জমিদারি তোমার ছিলো। আর একটা কথা তোমার অভিনয় ভালো হয়নি। তুমি মোস্তফা ফারুকীর ৪২০ নাটকটি দেখতে পারো অথবা তার থেকে সরাসরি উচ্চতর অভিনয়ের তালিম নিতে পারো। নইলে কিন্তু ভোটের মাঠ থেকে জামানোত নিয়ে ফিরতে পারবে না কথাটা মনেরেখো।
ইতি তোমার প্রিয়
আসিফ ভাই ’