প্রবাসী পাত্র চান সুবাহ

- সময় ১২:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / 322
শোবিজের আলোচিত নাম চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিয়ে নিয়ে ভাবছেন ‘বসন্ত বিকেল’ সিনেমার এই নায়িকা। বর্তমানে অভিনয় থেকে দূরে সুবাহ। চাকরি করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সহকারী ব্যবস্থাপক হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ করছেন তিনি ।
বিয়ে নিয়ে সুবাহ কালবেলাকে বলেন, আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত। সেজন্য মনের মতো কোনো প্রবাসী পাত্র পেলে বিয়ে করব। বিয়ের পর দেশের বাইরে স্থায়ী হবো। ভালো মনের মানুষ হতে হবে তাকে। বিবাহিত কাউকেও জীবনে জড়াতে চাই না। পাত্রকে অবশ্যই সুদর্শন হতে হবে। আমি সুন্দর জীবন চাই। সুখে সংসার করতে চাই। আমার পরিবারেরও এতে মত রয়েছে।
তিনি আরও বলেন, যাকে বিয়ে করব তাকে অবশ্যই আমাকে বুঝতে হবে। আমার পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখতে হবে। আমি খুব ইমোশনাল একজন মানুষ। খুব বেশি চাওয়া নেই। আমাকে ভালোবাসলেই হবে।
এদিকে সুবাহ অভিনীত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি।
অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে গানে কণ্ঠ দিয়েছিলেন সুবাহ। শ্রোতারা সুবহার গানেও বুদ হয়েছেন।
এদিকে চাকরি জীবনও বেশ উপভোগ করছেন সুবাহ। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited