পেকুয়ায় আজহারীর আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার
- সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 26
দেশে বিদেশে তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে ধর্মপ্রাণ মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জেলার অধিকাংশ মানুষের যাত্রা ও ধ্যান এখন পেকুয়ায়।
ইতিমধ্যে মাহফিলের ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। মিজানুর রহমান আজহারী আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে হেলিকপ্টার নিয়ে পেকুয়া আসবেন এবং তিনি রাত ১০টায় আলোচনা করার কথা রয়েছে । পেকুয়া মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মিজানুর রহমান আজহারী।
তার আগমন কেন্দ্র করে পেকুয়ায় লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। মহফিলের একদিন আগে বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ মানুষ প্যান্ডেলে অবস্থান নিয়েছে।
কক্সবাজার সদরের লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন।তার ওয়াজ শুনতে একদিন আগেই পেকুয়া চলে এসেছি। এখানে এসে দেখি কয়েক লাখ মানুষ। প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে।
উখিয়ার দেলোয়ার হোসেন বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে যোগদান করতে পরিবারের সবাইকে নিয়ে পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তায় হাজার হাজার গাড়ি সবগুলোই পেকুয়ায় মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছে। মনে হচ্ছে আজকে পেকুয়ায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের গণজোয়ার সৃষ্টি হবে।
মাহফিল কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান আজহারী ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদসহ জনপ্রিয় ইসলামিক বক্তারা বক্তব্য রাখবেন। সবচেয়ে আকর্ষণের বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ মাহফিলে বক্তব্য রাখার কথা রয়েছে।
সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব ছফওয়ানুল করিম জানান, তিনি ভার্চুয়ালি ভিডিও কলে বক্তব্য রাখবেন।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে কক্সবাজারে নিরাপত্তার বিষয়টি সামনে এনে জেলা পুলিশের ১০০ সদস্যের বিশেষ টিম পেকুয়ায় অবস্থান করছে। মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ বিশেষ টিম কাজ করছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে বিশেষ নজরদারিতে রেখেছেন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অনেক লোক জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা পুলিশের রাষ্ট্রীয় দায়িত্ব। মাহফিল ঘিরে বা এই সুযোগে কোনো দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়টি বিবেচনা রেখে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোনো দুষ্কৃতকারী চক্রকে সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, এরই মধ্যে পেকুয়া থানা পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় ১০০ সদস্যদের পুলিশের বিশেষ টিম পেকুয়ায় কাজে নেমে পড়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থা সদস্যরা মাঠে রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ২০২৫ সালের পরিকল্পনা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।
পোস্টে আজহারী লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি।
তিনি লেখেন, উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।
তিনি আরও লিখেছেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।
এর আগে, প্রায় সাড়ে ৪ বছর পর চলতি বছরের ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান আজহারী। অক্টোবরের পর ডিসেম্বরে আবারও দেশে ফিরলেন তিনি।