পুলিশের বিরুদ্ধে কুষ্টিয়াতে জাসদ নেতার ভাইকে হত্যার অভিযোগ
- সময় ০১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 33
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ নেতার ভাই রফিকুল ইসলাম দুদু (৪৫) নামের একজন মারা গেছেন। পুলিশের দাবি দুদু আটকের সময় পুলিশের কাছ থেকে পালানোর সময় মারা গেছে। কিন্তু পরিবার ও জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, পুলিশ চা দোকানদার রফিকুল ইসলাম দুদুকে হত্যা করেছে। এ রিপোর্ট লেখার সময় (শনিবার দুপুরে) নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে রাখা আছে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মুদির দোকানদার রফিকুল ইসলাম দুদুকে ডেকে নিয়ে যান পুলিশের সদস্যরা। দোকানের পাশেই একটি ব্রিজের সামনে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ পুলিশের তিনজন সদস্যকে আটক করে থানায় খবর দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, পালাতে গিয়ে ‘আসামি’র মৃত্যু হয়েছে। স্থানীয়রা তিনজন পুলিশ সদস্যকে আটকে রেখেছিল। পরে বিজিবি ও পুলিশের টিম তাদের উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তিনি কোন মামলার আসামি সেটি বলতে পারেননি ওসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নিহত দুদুকে রাত ৭টা ৩৮মিনিটে হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
তবে নিহতের পরিবারের দাবি, পুলিশ দুদুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সে যেতে চাননি। এ জন্য পুলিশ তাকে মারধর করে করে মেরে ফেলেছে। এই হত্যার দায় পুলিশের। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহত রফিকুল ইসলাম দুদু চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে৷ তিনি ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।
এদিকে, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রেরিত এক সংবাদ বিজপ্তিতে দুলু হত্যাকাণ্ডকে পুলিশের বিচারবহির্ভত হত্যাকাণ্ড দাবি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ করছে যে, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে পুলিশী অভিযানের নামে জাসদ চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ভাই, চন্ডিপুর ওয়ার্ড জাসদের নেতা রফিকুল ইসলাম দুদুকে নির্মমভাবে পিটিয়ে ঘাড় ভেঙ্গে মুমূর্ষু অবস্থায় ব্রীজ থেকে নিচে ছুড়ে ফেলে হত্যা করেছে। নিহত রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেড়ামারা থানার ওসি, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এই পুলিশী অভিযান সম্পর্কে কিছুই জানাতে পারেন নাই, মুখ খুলতে রাজি হন নাই।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বিবৃতি, ভেড়ামারায় তৃণমূল পর্যায়ের জাসদ নেতা রফিকুল ইসলাম দুদুকে পুলিশী অভিযানের নামে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই জঘন্য বিচারবহির্ভূত হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের সম্মুখীন করার দাবি জানায়।