পিএসডিএ’র উদ্যোগে পথশিশুদের সাথে ইফতার

- সময় ০৩:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 64
সরকারি ব্রজমোহন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যতম বিতর্ক সংগঠন পিএসডিএ ’র উদ্যোগে গত রোববার প্রায় ৫০ জন পথশিশু এবং অতিথিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক এবং পিএসডিএ’র উপদেষ্টা প্রফেসর আক্তার উদ্দীন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিএসডিএ’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসডিএ’র উপদেষ্টা মামুন উর-রশীদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, পিএসডিএ’র উপদেষ্টা মন্ডলী, হোসেনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ, পিএসডিএ’র সাবেক আহ্বায়ক, পিএসডিএ’র সাবেক সভাপতি, এনডিএফ বিডি’র কো চেয়ারম্যান, বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি, পিএসডিএ’র বর্তমান সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং অন্যান্য বিতার্কিকবৃন্দ।

পিএসডিএ’র উপদেষ্টা প্রফেসর আক্তার উদ্দীন তাঁর বক্তব্যে পিএসডিএ’র দ্বীনী কর্মকান্ডকে জ্ঞান অর্জন, সৎ, আদর্শবান এবং আলোকিত মানুষ গড়ার সোপান বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এক ঝাঁক আলোকিত চোখ আমার চোখের সামনে দেখতে পাই, যারা নিজেদের সক্ষমতা প্রমাণ করে বিভাগকে গৌরবান্বিত করবে।
পিএসডিএ’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে বলেন আাগামী বছর তাঁরা বড় পরিসরে এ আয়োজন করবেন।
সবশেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুফতি আব্দুর রাজ্জাক সাহেব উক্ত ইফতার অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে এবং আল্লাহর কাছে ধর্ষণের শিকার আট বছরের অবুজ শিশু আছিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited