০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ধমকে কাজ করার প্রয়োজন নেই

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনও লাগবে না

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১২:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 32

ড. মুহাম্মদ ইউনূস

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “পাসপোর্ট আমার নাগরিক অধিকারের অংশ। আমি চোর না ডাকাত, সে বিষয়টি পুলিশ আলাদাভাবে বিচার করবে। জন্ম সনদ, এনআইডি দেওয়ার সময় তো পুলিশ ভেরিফিকেশন হয় না, এটি আমার নাগরিক অধিকার।”

তিনি বলেন, “আমরা আইন তৈরি করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সরকার মানেই মানুষকে হয়রানির শিকার করা, এটা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ হলো জনগণের অধিকার নিশ্চিত করা।”

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে বলেছেন ডিসিদের।

আজ, ১৬ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনটি ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে।

প্রধান উপদেষ্টা, ড. ইউনূস, সকাল ১০:৩০ টায় শাপলা হলে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা হবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হবে।

এর আগে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালের সম্মেলনে ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এর মধ্যে ১৭৭টি বাস্তবায়িত হয়েছে এবং ২০৪টি এখনও বাস্তবায়নাধীন।

এ বছর সম্মেলনে ৩০টি কার্য-অধিবেশন এবং ৪টি বিশেষ অধিবেশন হবে, যার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও, ডিসি সম্মেলনকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৫৪টি প্রস্তাব পাওয়া গেছে, যা সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

ধমকে কাজ করার প্রয়োজন নেই

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনও লাগবে না

সময় ১২:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “পাসপোর্ট আমার নাগরিক অধিকারের অংশ। আমি চোর না ডাকাত, সে বিষয়টি পুলিশ আলাদাভাবে বিচার করবে। জন্ম সনদ, এনআইডি দেওয়ার সময় তো পুলিশ ভেরিফিকেশন হয় না, এটি আমার নাগরিক অধিকার।”

তিনি বলেন, “আমরা আইন তৈরি করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সরকার মানেই মানুষকে হয়রানির শিকার করা, এটা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ হলো জনগণের অধিকার নিশ্চিত করা।”

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে বলেছেন ডিসিদের।

আজ, ১৬ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনটি ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে।

প্রধান উপদেষ্টা, ড. ইউনূস, সকাল ১০:৩০ টায় শাপলা হলে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা হবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হবে।

এর আগে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালের সম্মেলনে ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এর মধ্যে ১৭৭টি বাস্তবায়িত হয়েছে এবং ২০৪টি এখনও বাস্তবায়নাধীন।

এ বছর সম্মেলনে ৩০টি কার্য-অধিবেশন এবং ৪টি বিশেষ অধিবেশন হবে, যার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও, ডিসি সম্মেলনকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৫৪টি প্রস্তাব পাওয়া গেছে, যা সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।