ইসলাম শিক্ষা বইয়ে দুর্গা প্রতিমার ছবি
পাঠ্যবই মুদ্রণ সংকট: বারবার সামনে আসছে একটি নাম
- সময় ০৩:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 55
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক কাউসার-উজ-জামান রুবেলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এবছর পাঠ্যবই সংকটের পেছনে মূলত মুদ্রণ শিল্প সমিতির নীতি নির্ধারকদের দিকেই আঙ্গুল তুলছে সংশ্লিষ্টরা। রুবেলের কর্মকান্ডকে বর্তমান সরকারকে বিপাকে ফেলার অপকৌশলও বলছেন কেউ কেউ। জানা যায়, গত বছর বই উৎসবে নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে (দুর্গা) প্রতিমার ছবি ছেপেও বিতর্কের জন্ম দিয়েছিল এই রুবেল।
মূর্তি ছাপানোর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। তাতে দোষীকে খুঁজে পাওয়া যায় নি। সেই কমিটিকে রুবেল প্রভাবিত করেছেন বলে অভিযোগ রয়েছে। যদি কেউ দোষী না হয় তাহলে কাজটা করলো কে/কারা?
এছাড়াও কাউসার-উজ-জামান রুবেলের বিরুদ্ধে সাবেক দুই মন্ত্রী দীপু মনি ও নওফেলের আশীর্বাদপুষ্ট হয়ে নিম্নমানের কাজ করে কোটি কোটি লোপাটসহ, ক্ষমতার অপব্যবহার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় ও হোমরাচোমরাদের হস্তক্ষেপে মুদ্রণ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
রুবেল ও তার বোন জামাইয়ের মালিকানাধীন অগ্রণী প্রিন্টার্স, কর্ণফুলী আর্ট, কচুয়া প্রেস থেকে নিম্নমানের কারণে প্রায় ১ লাখ কপি নষ্ট করে এনসিটিবির কর্মকর্তারা। তবুও রুবেল নিয়মিত কাজ করছেন আছেন বহাল তবিয়তে।
সূত্রমতে, গত বছরের চেয়ে এবার বই ছাপাতে বাজেট বেড়েছে ৫৫০ কোটি টাকা। মুদ্রণকারীরা সিন্ডিকেট করে দর বাড়িয়ে হাতিয়ে নিচ্ছেন প্রায় শতকোটি টাকা। সূত্র বলছে, প্রথম দফার টেন্ডার বাতিল করে দ্বিতীয় দফা টেন্ডার প্রক্রিয়ায় ধীরগতি, বইয়ের পাণ্ডুলিপি প্রণয়ন ও চুক্তিতে বিলম্বসহ নানা অদৃশ্য জটিলতার কারণে এবার বই সময় মত শিক্ষার্থীদের হাতে দেওয়া যায়নি। তবে এক্ষেত্রে আওয়ামীপন্থি প্রেস মালিকরা ব্যাংক লোনের অজুহাত দেখালেও তা সত্য নয় বলে দাবি করেন অন্য প্রেস মালিকরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রেস মালিক জানান, শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের আশীর্বাদে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজ শুরু করেন রুবেল, তারপর কয়েক বছর সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে । একই সাথে এ সিন্ডিকেটের কারণে অনেকের কাজ কমেছে, কেউ কেউ ব্যবসা বন্ধ করেছে এবং রাজনৈতিক বিবেচনায়ও কাউকে কাউকে বাদ দেওয়া হয়েছে।
ইসলাম শিক্ষা বইয়ে দুর্গা প্রতিমার ছবি :
তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে ঘটেছে কলঙ্কজনক ঘটনার জন্ম দিয়েছিল রুবেল ও তার সিন্ডিকেট। মুসলমান শিক্ষার্থীদের জন্য ছাপানো বেশকিছু বইয়ে পাওয়া গেছে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দূর্গার ছবি। ঘটনা আচ করতে পেরে একদিন পরই শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বইগুলো ফিরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তারা। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)র চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম জানিয়েছেন, এটি ছাপাখানার ভুল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি।
কথিত আছে রুবেলের প্রভাবেই শান্তি মূলক ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্টদের সর্তক করে দায় মুক্তি দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এনসিটিবির বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, আমই তখন দায়িত্বে ছিলাম না তবে তাঁদের সর্তক করা হয়েছে।
এ প্রসঙ্গে ফোনে কথা বলতে চাইলে কাউছার উজ জামান রুবেল এই প্রতিবেদককে জানান ব্যস্ত আছেন পরে কথা বলবেন, এরপর বারবার ফোন করেও তাকে আর পাওয়া যায়নি।