পাকিস্তানের নাওয়াজের প্রতি আগ্রাসী সাকিব, জরিমানা
- সময় ০৩:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
- / 21
মাঠে বরাবরই আগ্রাসী থাকেন সাকিব। এই সাকিব সেই অলরাউন্ডার সাকিব আল হাসান নন। এখন বাংলাদেশ ক্রিকেটে সাকিবের পর তামিমও চলে এসেছেন। বলা হচ্ছিল তানজিম হাসান সাকিবকে নিয়ে। একজন পেসারের মধ্যে আগ্রাসী মনোভাব থাকাটা স্বাভাবিক। কিন্তু সেটা লিমিট ক্রস করে গেলেই বাঁধে বিপত্তি। এই যেমন সিলেট স্ট্রাইকার্সের পেসার সাকিব খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নওয়াজকে অযথা ধাক্কা দিয়ে পেলেন শাস্তি।
নওয়াজকে আউট করার পর অতিরঞ্জিত উদযাপনে মাতেন সাকিব। এসময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
তখনই আন্দাজ করা যাচ্ছিল, বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সাকিব। হলোও তাই, তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।
ম্যাচের ১৭তম ওভারে আগ্রাসী ব্যাট করতে থাকা পাকিস্তানি ব্যাটার নওয়াজকে আউট করেন সাকিব। এরপরে তার কাঁধের সঙ্গে ধাক্কা দেন। সে সময় নওয়াজও রেগে যান। পরে দু’জনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পরিস্থিতি সামাল দিতে অন্য খেলোয়াড় ও আম্পায়ারকে এগিয়ে এসে দু’জনের দ্বন্দ্ব থামাতে হয়।
ম্যাচ রেফারি এহসানুল হক সোমবার সাকিবকে আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে শাস্তি দিয়েছেন। শাস্তি হিসেবে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। যা কার্যকর থাকবে আগামী ২৪ মাস।
আর এই সময়ে ৪টি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাকিব।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited