ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানি মর্টারশেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায়

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
  • / 22

পাকিস্তানি মর্টারশেল ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১৯৭১ সালে সুমহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাসিন্দা বিপ্লব চৌধুরীর বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

গ্রামপুলিশের পাহারায় মর্টারশেলটি জনমানব শূন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিরউদ্দিন।

তিনি বলেন, বিপ্লব চৌধুরীর বাড়িতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গর্তে মর্টারশেলটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে এবং নিরাপদ স্থানে গ্রামপুলিশের পাহারায় রাখা হয়েছে।

মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাকিস্তানি মর্টারশেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায়

সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১৯৭১ সালে সুমহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাসিন্দা বিপ্লব চৌধুরীর বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

গ্রামপুলিশের পাহারায় মর্টারশেলটি জনমানব শূন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিরউদ্দিন।

তিনি বলেন, বিপ্লব চৌধুরীর বাড়িতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গর্তে মর্টারশেলটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে এবং নিরাপদ স্থানে গ্রামপুলিশের পাহারায় রাখা হয়েছে।

মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।