০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাউবোতে গুলি ছুড়ে পালাচ্ছে দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 57

পাউবোতে গুলি ছুড়ে পালাচ্ছে দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলি ছোড়ার পর দৌড়াতে দৌড়াতে গড়াই নদীতে গিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্তরা।

এমন একটি ২৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। তবে ওই ভিডিওটি কে বা কার মোবাইলে ধারণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে কার্যালয়কে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কার্যালয় চত্বরে। ওই সময় কুষ্টিয়া পাউবো চত্ত্বরে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মী সমাবেশে চলছি।

কুষ্টিয়া পানি ‍উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি
কুষ্টিয়া পানি ‍উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি

এ ঘটনার পর ঘটনাস্থলে আসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে কারা এবং কেন এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সীমানা প্রাচীরের বাইরে থেকে গতকাল দুপুরের দিকে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, রোববার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলির ঘটনা তদন্ত করতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। ওই ভিডিওটি আমরাও দেখেছি। সেখানে দেখা যাচ্ছে দৌড়াতে দৌড়াতে গড়াই নদী দিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্ত। এ ঘটনায় থানায় কেউই লিখিত অভিযোগ দেয়নি। তবুও পুরো ঘটনা তদন্ত করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ভিডিওটি দেখে যাচাই-বাছাই এর কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

পাউবোতে গুলি ছুড়ে পালাচ্ছে দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলি ছোড়ার পর দৌড়াতে দৌড়াতে গড়াই নদীতে গিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্তরা।

এমন একটি ২৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। তবে ওই ভিডিওটি কে বা কার মোবাইলে ধারণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে কার্যালয়কে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কার্যালয় চত্বরে। ওই সময় কুষ্টিয়া পাউবো চত্ত্বরে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মী সমাবেশে চলছি।

কুষ্টিয়া পানি ‍উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি
কুষ্টিয়া পানি ‍উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি

এ ঘটনার পর ঘটনাস্থলে আসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে কারা এবং কেন এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সীমানা প্রাচীরের বাইরে থেকে গতকাল দুপুরের দিকে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, রোববার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলির ঘটনা তদন্ত করতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। ওই ভিডিওটি আমরাও দেখেছি। সেখানে দেখা যাচ্ছে দৌড়াতে দৌড়াতে গড়াই নদী দিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্ত। এ ঘটনায় থানায় কেউই লিখিত অভিযোগ দেয়নি। তবুও পুরো ঘটনা তদন্ত করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ভিডিওটি দেখে যাচাই-বাছাই এর কাজ করছে পুলিশ।