পল্লী বিদ্যুতের শাটডাউন, অন্ধকারে ছিলেন কোটি গ্রাহক
- সময় ০৫:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / 236
দেশের বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎ শাটডাউনের খবর সম্প্রতি বেশ কিছু পত্রিকায় এসেছে। আজকের পত্রিকায় প্রকাশিত শিরোনাম ছিল ‘দাবি আদায়ে বিদ্যুৎ বন্ধ, ভোগান্তিতে কোটি গ্রাহক।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দুই দফা দাবিতে কয়েক মাস ধরে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছেন।
গতকাল বৃহস্পতিবার, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা এবং তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে আন্দোলনরতরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
এই শাটডাউন কর্মসূচির কারণে কোটি কোটি গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও কোথাও বিদ্যুৎ বন্ধ ছিল পাঁচ ঘণ্টা পর্যন্ত। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে। হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে জাতীয় গ্রিডও ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে ইংরেজি দৈনিক স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘Rural electricity returns after govt assurance’ অর্থাৎ সরকারি আশ্বাসের পর পল্লী বিদ্যুৎ ফের চালু হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ১৩ জেলার ২২টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) কর্মকর্তারা গতকাল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অফিসের সামনে বিক্ষোভ করেছেন। এর ফলে লক্ষ লক্ষ গ্রাহক সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন।
কর্মকর্তারা ‘অবৈধভাবে চাকরিচ্যুত’ কর্মীদের পুনর্বহালের দাবি জানান এবং ১২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে ঢাকায় পদযাত্রার হুমকি দেন। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত হয়। বিক্ষোভের পর, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। বিদ্যুৎ বন্ধের কারণে হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভোগান্তি দেখা দিয়েছে।