পর্যটক শূন্য বান্দরবান
- সময় ০৮:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / 257
প্রাকৃতিক সৌন্দয্যে ভরা পার্বত্য জেলা বান্দরবান। বিস্তৃর্ণ পাহাড়ে মেঘের লুকোচুরি, ঝর্ণার জলধারা কিংবা একে বেকে চলা সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য্য। এসবের সঙ্গে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্রময় জীবনযাত্রা ও সংস্কৃতি আকর্ষণ করে দেশি-বিদেশি পর্যটকদের।
প্রতিবছর এই সৌন্দর্য্য উপভোগে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমন পিপাসুরা। কিন্তু গেল কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতার কারনে এই ব্যবসায় ভাটা পড়েছে। রোজার ঈদেও আগেই শুরু হয়েছে অস্থিরতা; এবারের কোরবানির ঈদেও পর্যটক শূণ্য বান্দরবানে। ছাড় দিয়েও আঙ্খিত পর্যটক টানতে পারছে না হোটেল- রিসোর্টগুলো। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা ভর করেছে ব্যবসায়িদের মাঝে।
প্রকৃতি পদত্ত অপরূপ সৌন্দর্য্য ছাড়াও জেলাটিতে নিলাচল, নীলগিরি ও মেঘলাসহ ৭২টি পর্যটন কেন্দ্র রয়েছে। এর সাথে জড়িয়ে আছে কয়েক লাখ লোকের জীবিকা। ঈদ বা বিভিন্ন সরকারি টানা ছুটিতে এসব পর্যটন কেন্দ্রগুলোতে থাকে উপচেপড়া ভীড়। আগাম বুকিং থাকে হোটেল, রিসোর্ট, চাঁদের গাড়ির। কিন্তু এবার আশানুরূপ সাড়া নেই।
শেষ দুই বছর ধরে পাহাড়ের নানা অস্থিরতা কারণে দিন দিন মুখ থুবরে পড়েছে পর্যটন শিল্প। যার ফলে মানবেতর জীবন ও অলস সময় পাড় করছেন ব্যবসায়ী, গাড়ি চালক ও দোকান মালিকরা।
জেলার কয়েকটি উপজেলায় সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায়; পাহাড়ে চলছে যৌথবাহিনীর সাড়াশি অভিযান। আর এ কারনে জেলার থানচি ও রুমা উপজেলাসহ বিভিন্ন পর্যটন স্পট বন্ধ রয়েছে।
সিংক- শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। দ্রুত অভিযান শেষে নিরাপত্তা বাড়িয়ে আবারো পর্যটন স্পটগুলো খুলে দেয়ার দাবি ব্যবসায়িদের।