ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সময় ০৫:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 36

পর্তুগালে বিজয় দিবস

পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা। দিনব্যাপি বিজয় দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের আয়োজনে আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
পর্তুগালের হেড অব চান্সারি (থার্ড সেক্রেটারি) এস এম গোলাম সরওয়ারে সঞ্চালনায় এবং চার্জ ডি’অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে চার্জ ডি’অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

বিজয় দিবসের আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, বিজয়ী দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় বক্তারা বাংলাদেশীদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

শেয়ার করুন

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন

সময় ০৫:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা। দিনব্যাপি বিজয় দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের আয়োজনে আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
পর্তুগালের হেড অব চান্সারি (থার্ড সেক্রেটারি) এস এম গোলাম সরওয়ারে সঞ্চালনায় এবং চার্জ ডি’অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে চার্জ ডি’অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

বিজয় দিবসের আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, বিজয়ী দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় বক্তারা বাংলাদেশীদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।