ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে বিএনপির বিজয় দিবস উদযাপন

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 31

Portugal BNP

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে স্থানীয় সময় ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৭টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ। যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ ও মাহফুজ আলম সোহাগের যৌথ সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আনোয়ার হোসেন খোকন বলেন, “ফ্যাসিস্ট হাসিনার দেশি-বিদেশি চক্রান্ত রুখে দেওয়াই বিজয় দিবসের মূল মন্ত্র। দ্রুততম সময়ে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাজল আহমদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়কে অক্ষুন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠনে আরও সক্রিয় অংশগ্রহণ করবে।”

আলোচনায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান শাহ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য ও নেতৃবৃন্দ—কাজী এমদাদ, মহিন উদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আবদুল লতিফ কয়েস, মোজ্জায়েম হোসেন কায়েস, কবির আহমদ খান, শফিকুজ্জামান চৌধুরী, শাহাবুদ্দিন, যুবদল নেতা এমদাদ স্বপন, জাসাস আহ্বায়ক ইমরান আহমদ ইমু, বিএনপি নেতা তানভীর তারেক, এবং আরও অনেক প্রবাসী নেতা।

বক্তারা বিজয়ের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ এবং দলীয় শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে সভাটি সফলভাবে শেষ হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগালের নেতারা প্রবাসীদের স্বার্থে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

পর্তুগালে বিএনপির বিজয় দিবস উদযাপন

সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে স্থানীয় সময় ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৭টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ। যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ ও মাহফুজ আলম সোহাগের যৌথ সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আনোয়ার হোসেন খোকন বলেন, “ফ্যাসিস্ট হাসিনার দেশি-বিদেশি চক্রান্ত রুখে দেওয়াই বিজয় দিবসের মূল মন্ত্র। দ্রুততম সময়ে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাজল আহমদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়কে অক্ষুন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠনে আরও সক্রিয় অংশগ্রহণ করবে।”

আলোচনায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান শাহ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য ও নেতৃবৃন্দ—কাজী এমদাদ, মহিন উদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আবদুল লতিফ কয়েস, মোজ্জায়েম হোসেন কায়েস, কবির আহমদ খান, শফিকুজ্জামান চৌধুরী, শাহাবুদ্দিন, যুবদল নেতা এমদাদ স্বপন, জাসাস আহ্বায়ক ইমরান আহমদ ইমু, বিএনপি নেতা তানভীর তারেক, এবং আরও অনেক প্রবাসী নেতা।

বক্তারা বিজয়ের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ এবং দলীয় শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে সভাটি সফলভাবে শেষ হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগালের নেতারা প্রবাসীদের স্বার্থে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।