পর্তুগালে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় | Bangla Affairs
০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

হাফিজ আল আসাদ, পর্তুগাল লিসবন থেকে
  • সময় ০৮:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 15

পর্তুগালে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করে। লিসবনে অবস্থিত দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক এবং সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান এস. এম. গোলাম সরওয়ার।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সকল স্তরের প্রবাসীদের সম্পৃক্ত করে একটি সার্বজনীন ও আনন্দঘন পহেলা বৈশাখ উদযাপন করা। দূতাবাস ও প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আপনাদের মতামত এই আয়োজনকে আরও প্রাণবন্ত করবে।”

তিনি প্রবাসীদের সরব উপস্থিতি এবং গঠনমূলক মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত প্রবাসীরা রাষ্ট্রদূতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই প্রথমবারের মতো দূতাবাস প্রবাসীদের মতামত নিয়ে নববর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

আলোচনায় অংশ নিয়ে প্রবাসীরা কীভাবে একটি সুন্দর ও প্রাণবন্ত বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা যায়, সে বিষয়ে নানা প্রস্তাব ও পরামর্শ দেন। তাঁদের মধ্যে কেউ কেউ সাংস্কৃতিক আয়োজন, শিশু-কিশোরদের অংশগ্রহণ, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং দেশীয় পোশাকে পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে মত দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, পর্তুগাল সাহিত্য সংসদের সেক্রেটারি আবুল হোসেন আসাদ, মোরারিয়া বিজনেস ফোরামের নেতা দিদারুল ইসলাম, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সহকারী কনস্যুলার মোহাম্মদ মনিরুজ্জামান, এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সব মিলিয়ে সভাটি প্রবাসীদের মধ্যে দূতাবাসের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

পর্তুগালে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

সময় ০৮:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করে। লিসবনে অবস্থিত দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক এবং সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান এস. এম. গোলাম সরওয়ার।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সকল স্তরের প্রবাসীদের সম্পৃক্ত করে একটি সার্বজনীন ও আনন্দঘন পহেলা বৈশাখ উদযাপন করা। দূতাবাস ও প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আপনাদের মতামত এই আয়োজনকে আরও প্রাণবন্ত করবে।”

তিনি প্রবাসীদের সরব উপস্থিতি এবং গঠনমূলক মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত প্রবাসীরা রাষ্ট্রদূতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই প্রথমবারের মতো দূতাবাস প্রবাসীদের মতামত নিয়ে নববর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

আলোচনায় অংশ নিয়ে প্রবাসীরা কীভাবে একটি সুন্দর ও প্রাণবন্ত বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা যায়, সে বিষয়ে নানা প্রস্তাব ও পরামর্শ দেন। তাঁদের মধ্যে কেউ কেউ সাংস্কৃতিক আয়োজন, শিশু-কিশোরদের অংশগ্রহণ, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং দেশীয় পোশাকে পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে মত দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, পর্তুগাল সাহিত্য সংসদের সেক্রেটারি আবুল হোসেন আসাদ, মোরারিয়া বিজনেস ফোরামের নেতা দিদারুল ইসলাম, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সহকারী কনস্যুলার মোহাম্মদ মনিরুজ্জামান, এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সব মিলিয়ে সভাটি প্রবাসীদের মধ্যে দূতাবাসের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।