পর্তুগালে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ
- সময় ১০:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 21
বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে পর্তুগালের বাম রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো । গত ১৯শে ডিসেম্বর পর্তুগালে অবস্থিত বাংলাদেশী অধ্যুষিত এলাকা মাতৃ মনিজ রোয়া দো বেনফরমসো রোডে পুলিশি তল্লাশীর নামে হয়রানি করা । পরে তল্লাশির সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে তাৎক্ষণিক প্রতিবাদ করেন পর্তুগালের বাম রাজনৈতিক দল মানবাধিকার সংগঠনগুলো।
তারই অংশ হিসাবে গত ২০ তারিখ বাংলাদেশী অধ্যুষিত এলাকায় এসে তারা তাৎক্ষণিক সমবেদনা জানায় এবং দুঃখ প্রকাশ করে। এরপরেই তারা ঘোষণা দেয় বড় আঙ্গিকে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ শোভাযাত্রার।
তারই অংশ হিসেবে ১১ জানুয়ারি স্থানীয় সময় বিকাল তিনটায় আলা আমেদা পার্ক থেকে বাংলাদেশী অধ্যুষিত এলাকা মাতৃ মনিজ পার্কে এসে শেষ হয়। এই বিক্ষোভে অংশ নেয় পর্তুগালের বাম রাজনৈতিক দল মানবাধিকার কর্মী এবং হাজার হাজার পর্তুগিজ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
আন্দোলনে পর্তুগিজদের স্লোগান ছিলো পর্তুগাল সবার জন্য বর্ণবাদের স্থান পর্তুগালে নেই রেসিজন চলে যাবে অভিবাসী থেকে যাবে। অভিবাসী থেকে যা রিসিজাম চলে যায়। র্যালিতে আরো অংশ নিয়েছে ইউরোপ ইউনিয়নের সদস্যরা। পার্লামেন্টের মেম্বাররা জানিয়েছে পর্তুগাল একটি শান্তিপ্রিয় দেশ পর্তুগাল সবাইকে নিয়ে থাকতে চাই। এখানে বর্ণবাদের কোন স্থান নেই। বিভিন্ন কারণে ডানপন্থীদের উগ্র আচরণের জন্য দিন দিন পর্তুগালের শান্তি নষ্ট হচ্ছে বলেও তারা জানিয়েছেন। প্রতিবাদ সভাযাত্রায় উপস্থিত ছিলেন কমিশন ফর অর্গানাইজেশন প্রোটেস্ট আন্তোনিও গুতেরেস ফরিদ আহমেদ পাটোয়ারী, তিমোতিউ মাসেদো, নুনু সিলভা, ইউরিকো ব্রিলিয়ান্ট দিয়াস, মিগেল গারসিয়া আনাবেলা রদ্রিগেজ, কাতারিনা সিলভা ইউরি, পাইভা মারিয়ানা, কারনেইরো আনা গোমেস, আকসানা সিলভা ,পেদ্রো আগিয়ার, মিগেল প্রাটা রক, কারামেন গ্ৰান্জো ,পেদ্রো সোয়ারেস ,ফ্লাবিও আলমাদা, ক্ল্যউদিয়া সিমেদো, আদ্রিয়ানো আরিয়ানা, ফুরতাদো ইসাবেল, মোরেইরা মারিয়ানা, মরতাগূয়া রুই, তাবারেজ ফিলিপ, হনোরিও জোজে ফালকাও।
আর উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ রানা তসলিম আহমেদ, রনি হুসাইন, মাসুম আহমেদ, শহীদ আহমেদ, প্রিন্স ইকবাল হোসেন, কাঞ্চন রয়েল, আহমেদ শিমুল, সরকার সুন্দর আলী, রুহুল ,আশরাফ আহমেদ আরো অনেকে।