পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- সময় ১১:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 26
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পর্তুগালের রাজধানী লিসবনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। পর্তুগাল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান আহমেদ ইমো এবং সঞ্চালনা করেন কাজী মইনুর ইসলাম।
স্থানীয় সময় রাত ৮টায় লিসবনের বাংলাদেশি অধ্যুষিত একটি পার্কে এ আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, হাকিম মোহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান শাহ (জামাল) এবং এম. কে. নাসির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহানগর বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বিদেশের মাটিতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পর্তুগালের মাটিতে কোনো অপশক্তি বিএনপির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না।”
বক্তারা আরও বলেন, “জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাংলাদেশি কমিউনিটির ঐক্যের প্রতীক। প্রবাসের মাটিতে আমাদের দায়িত্ব অনেক বেশি। দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা একসঙ্গে কাজ করবো।”
অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটা পর্বে নেতাকর্মী ও অতিথিরা একসঙ্গে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ কামনা করেন।
অনুষ্ঠানজুড়ে উপস্থিত সবার মাঝে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছিল। দেশের প্রতি ভালোবাসা, ঐক্যের ডাক এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে সমাপ্ত হয় এই আয়োজন।
জাসাসের এই আয়োজন পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে সবাই দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।