০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

হাফিজ আল আসাদ, পর্তুগাল লিসবন থেকে
  • সময় ১১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 7

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

প্রথম দেখাতে মনে হবে পুরান ঢাকার চকবাজারে ইফতার বিক্রি হচ্ছে কিন্তু না এটা ঢাকা চকবাজার না এটা হলো ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মাতৃমনিজ রুয়াদু বেন ফার্মাসো। যেখানে আসলেই ফিরে পাবেন পুরোপুরি বাংলাদেশের পরিবেশ, প্রায় ৬০ হাজার বাংলাদেশের বসবাস এই পর্তুগালের রাজধানী তথা আশেপাশের সব সিটিগুলোতে কিন্তু ইফতারের সময় হলে এইগলিতেই মানুষ ভিড় করেন ইফতারি কেনার জন্য।

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার
পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

বিভিন্ন ধরনের ইফতারের পরশা সাজিয়ে বসেছে দোকানগুলো রয়েছে বিভিন্ন ধরনের অফার। ৩ ইউরো থেকে শুরু করে ৮ ৮ ইউরো পর্যন্ত রয়েছে তাদের বিশেষ প্যাকেজে। যেখানে রয়েছে ৬ থেকে ১০ আইটেমর ইফতার ।

ইফতারি কিনতে আসা বাংলাদেশী প্রবাসীরা জানিয়েছেন কাজ শেষে এখান থেকে ইফতারি নিয়েই তারা বাসায় ফিরেন প্রবাসের মাটিতে বাংলাদেশী পরিবেশ এখানে আসলেই পাওয়া যায় ।

পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের বসবাস রয়েছে, যার অধিকাংশই বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী। এছাড়াও, মোজাম্বিক ও অ্যাঙ্গোলার মতো আফ্রিকার দেশগুলোর মুসলিমরাও পর্তুগালে বসতি গড়েছেন এবং দীর্ঘদিন ধরে এখানে রোজা পালন করে আসছেন। লিসবনের বেলফোর্মস এলাকা, যেখানে অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ অবস্থিত।

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার
পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

এসব রেস্তোরাঁতে প্রতিদিন বাহারি ইফতারের আয়োজন করা হয়, যা অভিবাসী মুসলিমদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এই রাস্তায় বাংলাদেশি মালিকানাধীন একাধিক রেস্তরাঁয় রয়েছে বিভিন্ন ধরনের ইফতারআয়োজনে। জিলাপি, বেগুনি,পেঁয়াজু আলুর চপ, সমোচা, খিচুড়ি, বিভিন্ন ধরনের ফল সহ নানান আয়েজন। আরো হয়েছে বিফ বিরিয়ানি, চিকেন বিয়িয়ানি নিহারি পোরাটা নান রুটি।

দিন দিন এভাবেই পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ইফতারের স্বাদ দিয়ে আসছে এই রেস্তোরাঁগুলো।

শেয়ার করুন

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

সময় ১১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

প্রথম দেখাতে মনে হবে পুরান ঢাকার চকবাজারে ইফতার বিক্রি হচ্ছে কিন্তু না এটা ঢাকা চকবাজার না এটা হলো ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মাতৃমনিজ রুয়াদু বেন ফার্মাসো। যেখানে আসলেই ফিরে পাবেন পুরোপুরি বাংলাদেশের পরিবেশ, প্রায় ৬০ হাজার বাংলাদেশের বসবাস এই পর্তুগালের রাজধানী তথা আশেপাশের সব সিটিগুলোতে কিন্তু ইফতারের সময় হলে এইগলিতেই মানুষ ভিড় করেন ইফতারি কেনার জন্য।

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার
পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

বিভিন্ন ধরনের ইফতারের পরশা সাজিয়ে বসেছে দোকানগুলো রয়েছে বিভিন্ন ধরনের অফার। ৩ ইউরো থেকে শুরু করে ৮ ৮ ইউরো পর্যন্ত রয়েছে তাদের বিশেষ প্যাকেজে। যেখানে রয়েছে ৬ থেকে ১০ আইটেমর ইফতার ।

ইফতারি কিনতে আসা বাংলাদেশী প্রবাসীরা জানিয়েছেন কাজ শেষে এখান থেকে ইফতারি নিয়েই তারা বাসায় ফিরেন প্রবাসের মাটিতে বাংলাদেশী পরিবেশ এখানে আসলেই পাওয়া যায় ।

পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের বসবাস রয়েছে, যার অধিকাংশই বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী। এছাড়াও, মোজাম্বিক ও অ্যাঙ্গোলার মতো আফ্রিকার দেশগুলোর মুসলিমরাও পর্তুগালে বসতি গড়েছেন এবং দীর্ঘদিন ধরে এখানে রোজা পালন করে আসছেন। লিসবনের বেলফোর্মস এলাকা, যেখানে অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ অবস্থিত।

পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার
পর্তুগালে জমে উঠেছে ইফতার বাজার

এসব রেস্তোরাঁতে প্রতিদিন বাহারি ইফতারের আয়োজন করা হয়, যা অভিবাসী মুসলিমদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এই রাস্তায় বাংলাদেশি মালিকানাধীন একাধিক রেস্তরাঁয় রয়েছে বিভিন্ন ধরনের ইফতারআয়োজনে। জিলাপি, বেগুনি,পেঁয়াজু আলুর চপ, সমোচা, খিচুড়ি, বিভিন্ন ধরনের ফল সহ নানান আয়েজন। আরো হয়েছে বিফ বিরিয়ানি, চিকেন বিয়িয়ানি নিহারি পোরাটা নান রুটি।

দিন দিন এভাবেই পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ইফতারের স্বাদ দিয়ে আসছে এই রেস্তোরাঁগুলো।