পর্তুগালে অনুষ্ঠিত হলো হবিগঞ্জবাসীর মিলন মেলা।
- সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 349
পর্তুগালে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ কমিউনিটি অফ পর্তুগালের মিলন মেলা। অক্টোবরের থেকেই ইউরোপের বিভিন্ন দেশে শীতের আগমন ঘটেছে আর এই শীতকে কেন্দ্র করেই বাঙালি কমিটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন কমিউনিটি।
তেমন একটি মিলন মেলার আয়োজন করে হবিগঞ্জ কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় পর্তুগালের রাজধানী নিজবনে বাঙালি উদ্দেশ্যিত এলাকা মাতৃমনি যে আয়োজনের করে ।
উক্ত মিলন মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ হবিগঞ্জবাসী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম তিনি বলেন আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি পরিবার ছাড়া আমরা হবিগঞ্জবাসী একসাথে একটি পরিবার হয়ে থাকতে চাই। আর এই জন্য প্রতি বছরের ন্যায় এবার আমরা এই মিলন মেরার আয়োজন করেছি।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইকবাল আহমেদ কাঞ্চন,তিনি বলেন আমারা হবিগঞ্জ বাসি একটি পরিবার হয়ে বিদেশের থাকতে চাই।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মাসুম আহমেদ কমিটি ব্যক্তিত্ব গোলাম মাহমুদ আজম , হবিগঞ্জ কমিটি আব পর্তুগালের নেতৃবৃন্দ, শিবলু আহমেদ , ইকবাল আহমেদ, মিন্টু আহমেদ এডভোকেট এনাম,আমির উদ্দিন, মনজুর রহমান,আশরাফ হোসাইন গাফফার আহমেদ জিল্লুর রহমান ,অন্যান্যদের,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স) , প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদসহ প্রমুখ।