পরিবর্তিত সময়ে বিপিএলের ফাইনাল ম্যাচ

- সময় ১২:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 74
অন্তিম পর্বে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাকি শুধুই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের আগের দিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেওয়ার অপেক্ষায় কিংসরা।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির আগের দিন বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
তামিম বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাক।’
বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited