পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ-ক্ষোভ

- সময় ১০:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 17
পঞ্চগড়ে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্ত হত্যা নিয়ে তীব্র প্রতিবাদ-ক্ষোভ প্রকাশ করা হয়।
আজ (১০ মার্চ) সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো লাইনে এই বৈঠক শুরু হয়।
এতে বিজিবির পক্ষে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে ভারতের শিলিগুড়ির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত শনিবার ভিতরগড় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আল আমিন (৩৭) নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ মারণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য সতর্ক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বিএসএফ। এ ছাড়া ভারতে আইনী প্রক্রিয়া শেষে দ্রুত আল আমিনের মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited