০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার তলা ছিদ্রকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৯:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

নৌকার তলা ছিদ্রকে কেন্দ্র করে সংঘর্ষ

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরার নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের ১২টিরও বেশি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আদালত প্রমাণিক, তার ছেলে জিসান প্রমাণিক, রাজিব, রাকিব, শুভ, রাহিম, ছালাম কাজী, মিজানুর রহমান মন্টু, বিল্লাল হোসেন, শহীদ হোসেন, মনটু কাজী, ঝন্টু কাজী, জিন্দার শিকদার, সাইদুল শিকদার ও সাজেদা খাতুন। তাদের মধ্যে কয়েকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কশবা গ্রামে মন্টু কাজী গ্রুপ ও আদালত প্রমাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরেন এবং সেখানে তাদের বেশ কয়েকটি ডিঙি নৌকা রাখা ছিল।

শনিবার বিকেলে আদালত প্রমাণিক গ্রুপের সালাম কাজী, কাজী গ্রুপের পাঁচটি নৌকার তলা ছিদ্র করছিলেন। এ সময় কাজী গ্রুপের লোকজন তাকে ধরে কিছুক্ষণ আটকে রেখে পরে ছেড়ে দেয়। পরে সালাম দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার সমর্থকদের নিয়ে কাজী পাড়ায় হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, নৌকার তলা ছিদ্র করা নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

নৌকার তলা ছিদ্রকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

সময় ০৯:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরার নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের ১২টিরও বেশি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আদালত প্রমাণিক, তার ছেলে জিসান প্রমাণিক, রাজিব, রাকিব, শুভ, রাহিম, ছালাম কাজী, মিজানুর রহমান মন্টু, বিল্লাল হোসেন, শহীদ হোসেন, মনটু কাজী, ঝন্টু কাজী, জিন্দার শিকদার, সাইদুল শিকদার ও সাজেদা খাতুন। তাদের মধ্যে কয়েকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কশবা গ্রামে মন্টু কাজী গ্রুপ ও আদালত প্রমাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরেন এবং সেখানে তাদের বেশ কয়েকটি ডিঙি নৌকা রাখা ছিল।

শনিবার বিকেলে আদালত প্রমাণিক গ্রুপের সালাম কাজী, কাজী গ্রুপের পাঁচটি নৌকার তলা ছিদ্র করছিলেন। এ সময় কাজী গ্রুপের লোকজন তাকে ধরে কিছুক্ষণ আটকে রেখে পরে ছেড়ে দেয়। পরে সালাম দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার সমর্থকদের নিয়ে কাজী পাড়ায় হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, নৌকার তলা ছিদ্র করা নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।