ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনা সীমান্তে ইউএনও’র হস্তক্ষেপ বাল্যবিবাহ বন্ধ

সিনিয়র প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • / 15

বাল্যবিবাহ বন্ধ

নেত্রকোনা সীমান্তে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দুর্গাপুর উপজেলায় ১৭ বছরের বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে।

সোমবার বিকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে বাল্যবিবাহ বন্ধ হওয়ার এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সব সাজগোজ করে বিয়ের প্রস্তুতি চলছিল। দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফেচিয়া গ্ৰামে কনের বাড়িতে বরযাত্রীও পৌঁছে গিয়েছিল। চারদিকে আত্মীয় স্বজনদের কোলাহল। বাকি ছিল শুধু কাজি বিয়ের আসরে এসে বিয়ে সম্পন্ন করার । ইতোমধ্যে ঘটে গেছে নাটকীয় ঘটনা।

গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহের দ্রুত বিয়ের আসরে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তথ্য প্রমাণ, পেয়ে বন্ধ করে দেন বাল্যবিবাহ। এসময় কিশোরীর ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেন পরিবারকে।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টি জেনেছি। দ্রুত ওই এলাকায় বিয়ে আসরে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হলো। ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা করা হয়। আইন উপেক্ষা করা হলে পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

নেত্রকোনা সীমান্তে ইউএনও’র হস্তক্ষেপ বাল্যবিবাহ বন্ধ

সময় ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

নেত্রকোনা সীমান্তে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দুর্গাপুর উপজেলায় ১৭ বছরের বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে।

সোমবার বিকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে বাল্যবিবাহ বন্ধ হওয়ার এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সব সাজগোজ করে বিয়ের প্রস্তুতি চলছিল। দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফেচিয়া গ্ৰামে কনের বাড়িতে বরযাত্রীও পৌঁছে গিয়েছিল। চারদিকে আত্মীয় স্বজনদের কোলাহল। বাকি ছিল শুধু কাজি বিয়ের আসরে এসে বিয়ে সম্পন্ন করার । ইতোমধ্যে ঘটে গেছে নাটকীয় ঘটনা।

গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহের দ্রুত বিয়ের আসরে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তথ্য প্রমাণ, পেয়ে বন্ধ করে দেন বাল্যবিবাহ। এসময় কিশোরীর ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেন পরিবারকে।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টি জেনেছি। দ্রুত ওই এলাকায় বিয়ে আসরে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হলো। ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা করা হয়। আইন উপেক্ষা করা হলে পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।