নেত্রকোনায় ১৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
- সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 17
নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক বিশেষ অভিযানে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বিজিবির জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ভারতীয় আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’।
রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান ।
জানা যায়, রবিবার ভোরে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভুক্ত চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটা বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এ অভিযান টিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বগাঝড়া নাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
এসকল মদের বোতল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited