ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিহত ফায়ার ফাইটার নয়নও রংপুরের সন্তান

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 18

ফায়ার ফাইটার নয়ন

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে আন্দোলনের প্রধান উপজীব্য ছিল রংপুরের আবু সাঈদ। ১৬ জুলাই তার মৃত্যুর পর সারাদেশ ফুঁসে উঠে। ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশত্যাগ করেন। অন্তর্বতী সরকার দেশ পরিচালনা করলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এরই মাঝে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে একজন ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম সোহানুজ্জামান নয়ন। আবু সাঈদের মতো তাঁর বাড়িও রংপুরে।

নিহত মো. সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের নয়ন নিহত হন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।

পত্যক্ষদর্শীরা বলেছেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

নিহত ফায়ার ফাইটার নয়নও রংপুরের সন্তান

সময় ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে আন্দোলনের প্রধান উপজীব্য ছিল রংপুরের আবু সাঈদ। ১৬ জুলাই তার মৃত্যুর পর সারাদেশ ফুঁসে উঠে। ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশত্যাগ করেন। অন্তর্বতী সরকার দেশ পরিচালনা করলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এরই মাঝে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে একজন ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম সোহানুজ্জামান নয়ন। আবু সাঈদের মতো তাঁর বাড়িও রংপুরে।

নিহত মো. সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের নয়ন নিহত হন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।

পত্যক্ষদর্শীরা বলেছেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।