০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 55

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায় এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে চায় না।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষভাবে কাজ করা জরুরি। কমিশনের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো রাজনৈতিক প্রভাব। রাজনীতির হস্তক্ষেপের ফলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, যা অতীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা না গেলে সুষ্ঠু নির্বাচনের পথ বাধাগ্রস্ত হবে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এ লক্ষ্য অর্জনে দেশের সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন, কারণ এককভাবে এটি সম্ভব নয়।

শেয়ার করুন

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

সময় ০১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায় এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে চায় না।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষভাবে কাজ করা জরুরি। কমিশনের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো রাজনৈতিক প্রভাব। রাজনীতির হস্তক্ষেপের ফলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, যা অতীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা না গেলে সুষ্ঠু নির্বাচনের পথ বাধাগ্রস্ত হবে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এ লক্ষ্য অর্জনে দেশের সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন, কারণ এককভাবে এটি সম্ভব নয়।