০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১০:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 49

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন

আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকদের (ডিসি) আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তাই এবার আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধে ডিসিদের নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অতীতের ভুল নিয়ে আলোচনা না করে ভবিষ্যতে কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ। অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ করা হবে না, আর যদি কোনো চাপ আসে, সেটি সামলাবে ইসি।”

এছাড়া, নির্বাচনী প্রচারণা ও জনগণকে সচেতন করতে এখন থেকেই উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন এ ধরনের বিতর্কের অংশ হতে চায় না।

শেয়ার করুন

নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

সময় ১০:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকদের (ডিসি) আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তাই এবার আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধে ডিসিদের নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অতীতের ভুল নিয়ে আলোচনা না করে ভবিষ্যতে কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ। অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ করা হবে না, আর যদি কোনো চাপ আসে, সেটি সামলাবে ইসি।”

এছাড়া, নির্বাচনী প্রচারণা ও জনগণকে সচেতন করতে এখন থেকেই উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন এ ধরনের বিতর্কের অংশ হতে চায় না।