এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামবে না
নির্দেশনা না মানলে লোডশেডিং হবে: বিদ্যুৎ উপদেষ্টা

- সময় ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 94
আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি জানিয়েছেন, নির্দেশনা বাস্তবায়ন পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও এই নিয়ম লঙ্ঘিত হলে, সে এলাকায় লোডশেডিং করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে এক অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, “শীতকালে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট, কিন্তু গরমকালে তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। এর অন্যতম কারণ হলো সেচ ও এসির ব্যবহার।”
তিনি আরও বলেন, “সেচ কৃষি উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে।”
বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছি। বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited