ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ২৩দিন পর ডোবায় মিললো কিশোরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 36

রোমান শেখের মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ২৩ দিন পর রোমান শেখ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরতারা ইউনিয়নের ছয়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডোবার কচুরিপানার ভেতর তার মরদেহ পাওয়া যায়।

রোমান শেখ উপজেলার মিরাজ শেখের ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসারের কাজে সহযোগিতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুরে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই রোমান নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সিয়াম নামে একজনকে আসামি করা হয়েছিল।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ সামসুল আলম সরকার জানান, আসামির বাড়ির পাশের ডোবা থেকে রোমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

নিখোঁজের ২৩দিন পর ডোবায় মিললো কিশোরের মরদেহ

সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ২৩ দিন পর রোমান শেখ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরতারা ইউনিয়নের ছয়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডোবার কচুরিপানার ভেতর তার মরদেহ পাওয়া যায়।

রোমান শেখ উপজেলার মিরাজ শেখের ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসারের কাজে সহযোগিতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুরে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই রোমান নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সিয়াম নামে একজনকে আসামি করা হয়েছিল।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ সামসুল আলম সরকার জানান, আসামির বাড়ির পাশের ডোবা থেকে রোমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।