নারীর ওপর হামলার খবর উদ্বেগজনক : প্রধান উপদেষ্টা

- সময় ০২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 24
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর ঘটে যাওয়া সহিংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি আমাদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’-এর সম্পূর্ণ বিপরীত। আমরা নারী-পুরুষের সমান অধিকারের ভিত্তিতে একটি সমৃদ্ধ দেশ গড়তে বদ্ধপরিকর এবং এই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের নারীরা সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তারা দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ রেকর্ডসংখ্যক নারী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৭ লাখ ৪০ হাজার নারী ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করেছে। তাদের এই ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে যে, বাংলাদেশের সমাজে নারীর ক্ষমতায়নে পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, নারীবিরোধী অপশক্তি মাথাচাড়া দেওয়ার যে চেষ্টা করছে, তা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই প্রতিহত করা হবে। তিনি সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধ ও বৈষম্যহীন দেশ গড়তে হলে তাদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ‘অদম্য নারী পুরস্কার’ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এবছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন: অর্থনীতিতে – শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে – হালিমা বেগম, সফল জননী – মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী – লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান – মো. মুহিন (মোহনা) এবং বিশেষ পুরস্কার – বাংলাদেশ নারী ক্রিকেট দল।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।