নারীদের জন্য বিপিএল আয়োজন করবে বিসিবি
- সময় ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
- / 20
প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। সে বিষয়টাকে মাথায় রেখেই নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হলো।
তিনি আরও বলেন, আমরা ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতরে শেষ হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited