নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা | Bangla Affairs
১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
  • সময় ১১:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 59

মো. মামুন হোসাইন

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে ৪টায় আমাদের প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। তখন দুই যুবক দৌড়ে পালাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসররা কিছুদিন আগে বিএনপিতে ঢোকার চেষ্টা করে। আমরা থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল মিলে এর প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করি। সেই থেকে আমাদের সঙ্গে তাদের বিরোধ ও শত্রুতা সৃষ্টি হয়।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

শেয়ার করুন

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

সময় ১১:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে ৪টায় আমাদের প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। তখন দুই যুবক দৌড়ে পালাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসররা কিছুদিন আগে বিএনপিতে ঢোকার চেষ্টা করে। আমরা থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল মিলে এর প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করি। সেই থেকে আমাদের সঙ্গে তাদের বিরোধ ও শত্রুতা সৃষ্টি হয়।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।