নানাবাড়ির ব্রহ্মপুত্র কেড়ে নিল তিন স্কুল শিক্ষার্থী
- সময় ০৭:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 103
জামালপুর ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে তিন শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।
রবিবার ( ২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে গোসল করতে নেমে তিন জন নিখোঁজ হয় পরে বিকাল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রম্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিন জন হলেন, আমজাদ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে মোঃ রুশমান (১৭) ও ফরিদের ছেলে আফিফ (১৫) তিন জন শহরের একই ছুনকান্দা এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন ও ফায়ারসার্ভিস জানায়, নিহত তিনজন সহ তারা মামাতো ফুপাতো ছয়-সাত জন ভাইয়েরা মিলে ব্রম্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ উঠে আসে কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায় । নিহত রুশমান ঢাকায় একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। তিনি ঢাকা থেকে জামালপুর ছোনকান্দা নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত রুশমান ও তাদের মামাতো ভাই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাহী ও একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে দূর্ত ফায়ার সার্ভিস ডুবুরি দল দূর্ত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা অভিযান পরিচালনা করে পরপর তিনটি লাশ উদ্ধার করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহামান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের চৌকস ডুবিরি দলকে পানিতে নামায়। তারপর তারা পরপর তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার শহীদ জাহান পিংকি ঘটনা স্থান পরিদর্শন করে জানায়, এই তিন জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।